জগতের নবি রাজার রাজা হজরত সুলাইমান
ভাষা বুঝিতেন পশু পাখির সবাই রাখিত মান
বাদশাহী ছিল বিশাল , ভাণ্ডারে বিবিধ রতন
প্রজা পালিবারে ছিল তাঁর সবিশেষ যতন ।
জ্বিনেরা ছিল অনুগত , হুকুম করিত তামিল
আদেশের অন্যথা হলে ছিল মৃত্যুর সামিল ;
একদা এক পক্ষী আসিল হুদহুদ ছিল নাম
নবিরে দিল সংবাদ আনি শেবার রানির ধাম ;
শেবার রানি বিলকিস বানু ক্ষমতায় বলীয়ান
ত্বরিতে হুকুম দিলেন জ্বিনে সুলাইমান মহীয়ান
'আনো ত্বরা করি বিলকিস বানুর সিংহাসন'
বলিয়া তিনি দূত পাঠালেন করিতে নিমন্ত্রণ ;
সপারিষদ হাজির বিলকিস রানি বিস্ময়ে নির্বাক
রাজকীয় মানে নবি সুলাইমান রাখেনি বিন্দুফাঁক ।
চরম বিস্ময়ে দেখিলেন রানি তাঁরি সিংহাসনখানি
রাখা আছে , মন্ত্রীসহ দাঁড়ায় নবি  সুলাইমান মানী ;
ক্ষণিকে ভুলিয়া নিজক্ষমতা-গর্ব করিলেন মিত্রতা
চিরতরে ঘুচিল শেবার রানি বিলকিসের শত্রুতা ।