অনেক দিন কেটে গেল প্রবাসে
এবার ঘরে ফেরার পালা , যাওয়ার আগে তোমার সাথে
শেষবার আলিঙ্গন করতে চাই একান্তে , নিবিড়ভাবে
জীবনের শেষ প্রাণশক্তি দিয়ে তোমাকে করবো উপভোগ ;
মরমে হবে উপলব্ধি , হৃদয়ে থেকে যাবে ছাপ
দেশে ফিরেও ভুলবো না তোমার অলকের চূর্ণ কুন্তল
শ্বাসপ্রশ্বাসে বুকের ওঠানামা , সিক্ত অধর , শ্যামল বসন
কিশলয়ের মতো পেলব তনুদেশ ,
শীতনিবারণে তোমার শরীরের উত্তাপ যথেষ্ট
দানিউব থেকে সিন , রাইন যেখানেই হেঁটেছি
তোমার দেখা পেয়েছি , সে-সব অম্লান স্মৃতি
নিয়েই আমাকে ফিরতে হবে ; একদা আর্নো নদীর
তীরে দাঁড়িয়ে তোমার ক্ষীণকটি দেখে আমি বিস্মিত হয়েছিলাম ;
ঘুমের ঘোরে তোমাকে
আলিঙ্গন করেছিলাম , দ্রুতলয়ের ছন্দের
অনুরণন আমার হৃদয়ে সঞ্চারিত ।
কখনো ভাবি তুমি কিশোরী , কভু তন্বীর লাবণ্য ,
নীলনয়না ওলন্দাজ তরুণীর কেশে
সোনালি রোদের আভার অম্লান মধুময় স্মৃতি
বহন করে আমি ফিরে যাব আমার দীন কুটীরে
আর খোলা আকাশের নিচে দাঁড়িয়ে
সুদূরের পানে তাকিয়ে অনন্তকাল চেয়ে থাকবো ।