তখন কি বুঝতাম আমি লালগোলাপ ভালোবাসার প্রতীক
তাই তুমি যখন লালগোলাপ দিতে আমি হাত পেতে নিতাম
তুমি যখন বারবার কাছে আসতে , আমি কথা বলতাম
কিন্তু কিছুই বুঝিনি , কোনদিন ভালোবাসার কথা বলিনি
আসলে ছিলাম অংকে খুব কাঁচা , জানতাম না
একে একে দুই হয় , ভালোবাসার রসায়নটাও বুঝতাম না
একদিন দুটি পায়রার আদরকরা দেখিয়ে বলেছিলে , ওই দ্যাখো !
আসলে জানতাম না যারা কবিতা পড়ে না তারা ভালবাসতে জানে না  
বুঝতাম না কবিরা ভালোবাসার কথা বলে
একবার রবি ঠাকুরের ক্যামেলিয়া আবৃত্তি করে শুনিয়েছিলে
তখন এর মর্মার্থ উপলব্ধি করিনি
চিরকাল ইতিহাসেই মুখগুঁজে  থাকলাম
তাই সেসব দিন এখন ইতিহাস হয়ে গেল ।