পাহাড়ের বুক চিরে
অন্ধকার ছিঁড়তে ছিঁড়তে বেরিয়ে এলো
ভোরের উলঙ্গ সূর্য ; নিজের উলঙ্গতা ঢাকতে
আমাদের চোখ ফিরিয়ে নিতে
নাকি কৌশলে
তুষারবস্ত্র পরিহিত সামনাসামনি দাঁড়ানো
কাঞ্চনজঙ্ঘার বুকে ছুড়ে মারল
একরাশ আলোক-মালিকা । যেন
বাধ্য হয়ে আমরা একদঙ্গল প্রকৃতি-পাগল
প্রজননপটু মানুষ
নরম পাউডারের মতো হিমেল হাওয়া মেখে
যেন কয়েক মুহূর্তের যামিনী রায় কিংবা
অবন ঠাকুর । মনের ক্যানভাসে
আঁকা সে ছবির মূল্য যাচাই করি না ;
মূল্যবোধ নিয়ে আমরা মেতেও থাকি না ।
শুধু মনে করি
থাকুক , থাকুক আমার স্মৃতিতে
উজ্জ্বল ভাস্বর হয়ে থাকুক
হিমালয়ের নগ্ন সূর্য আর
কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ ।