তিন পুরুষ
            জামাল ভড়
বাবা বলতেন তার বাবার
হাতেখড়ি হয়েছিল রঙীন খাতায়
কলম বলতে ছিল
একখণ্ড কাঠে লোহার পেরেক
সেই দুঃখে তিনি
বাবাকে পাঠিয়ে দিলেন
হরেন মাস্টারের পাঠশালায়
বছর যেতে না যেতেই
বাবার হাতে পায়ে লেখা দেখে
ঠাকমা আমার হরেন মাস্টারের
মুখে ঝামা ঘষে দিয়ে
বাবাকে চড়িয়ে দিলেন নাওয়ে ;
বাবা সেই ক্ষত ঢাকতে
আমাকে পাঠিয়ে দিলেন দূরে
খেয়ে না খেয়ে জোগাতেন খরচ
কিন্তু কপালে নেইকো ঘি
ঠক ঠকালে হব কী
চেয়ে আছি ভবিষ্যতের দিকে ।