তিরিশ বছর পরেই সেই চোখ সেই মুখ সেই অবয়ব
সেই একই রকম যখন তোমার আসা যাওয়ার পথে
বকুল গাছের তলে তোমাকে দেখতাম অনিমেষ চোখে
সেদিন মনখারাপের দিন হতো যেদিন না পেতাম দেখা
তুমি বুঝতে কী না জানিনে তবে চোখে চোখ পড়লেই
তুমি নামিয়ে নিতে চোখ ; কেউ কোনদিন কথা বলিনি
তবুও তোমার প্রতীক্ষায় দিনের পর দিন , মাসের পর মাস
কেটেছে বিনিদ্রায় , কিছু বলিনি মুখ ফুটে , তুমিও বলোনি ;
আজ তিরিশ বছর পরে ডাল লেকের তীরে তোমাকে দেখে
থমকে দাঁড়াই , সাথে তোমার আমারই এক পুরানো বন্ধু
আমারই মতো প্রবীণ ; পশ্চিম দিগন্তে ঢলে পড়া সূর্যের রশ্মি
লেকের জলে প্রতিবিম্বিত হয়ে তোমার শরীরে ঢেউ খেলে যায়
তোমার গালের টোল নিটোল ঠিক আগের মতো
বন্ধুর ডাকে সাড়া দিয়ে বসে পড়ি তোমাকে না চেনার ভানে
আড়চোখে তুমি দেখছিলে তাও জানি ; কপালে তোমার
চূর্ণকুন্তল উদ্দাম হাওয়ায় ; হেনাকরা তোমার কেশ
যেন ক্ষত ঢাকার প্রয়াস ;  কিছু পরে তোমাকে একা পেয়ে
বলি , বকুলতলায় তোমার --- তুমি বললে , জানি !
সেদিন তবে কেন কিছু বলোনি -- আমার কথা শুনে
তুমি বললে , আমি তো শোনার অপেক্ষায় ছিলাম !