একা থেকে থেকে তোর কথা ভুলে গেছি
নিঃসঙ্গতার সাথে পেতেছি সখ্য
চশমার ফ্রেমেও দেখিনা তোকে
কোথায় থাকিস আজকাল , দেখিনা তোকে
তোর চুলের ঘ্রাণ পাইনা আর !
মনে হয় তোকে নিয়ে কবিতা লিখি
ছন্দ পাইনা খুঁজে ! অথচ ফাগুনের
আগুনঝরা দিনে আমার পাশে যখন ছিলি
আকাশী রঙের শাড়ি পরে
দখিনা বাতাসে তোর এলোমেলো চুল
আমার ছুঁয়ে যেত শরীর
ভেবেছিলাম তোর আঙুলের ফাঁকে
আমার আঙুল রেখে কাটাবো সন্ধ্যা
আজ শীতের পৌঢ় দিনে
ভেবেছিলাম কাটাবো অলস সময়
এখন তো আর আল্পেসের পাদদেশে
হাঁটতে পারিনে তোকে পাশে রেখে
কিংবা দানিউবের পাড়ে সেই পার্কে বসে !
শীত গ্রীষ্ম একে একে বিদায় নেয়
পড়ে আছি ঘরের কোণে রুদ্ধদ্বারে
কোন অচেনা পথের সন্ধানে বেরোই না আর
প্রেমের কত কবিতা পড়ে মনে
এখন তো আগের মতো তোকে
শোনাতেও পারিনা আর ! বড় একা
একা বড় একা লাগে !
বসন্তের দুপুর আর পাবো কি না
তোর চুলে আঙুল চালাতে
তাই ভেবে সে-কথা লিখি কবিতা
কবিতা না ছাইপাঁশ !