এত দিন তরজা চলেছে
এবারে শুরু কবির লড়াই
তারপরে হবে কীর্তন
আসর জমজমাট
ভক্তরা গদগদ চিত্তে বিভোর
কেউ এই আসর ছেড়ে ঐ আসরে
কেউবা ঐ আসর থেকে এই আসরে
যুযুধান সব পক্ষই
প্রতিশ্রুতির ফুলঝুরি সবার মুখে
উন্নতির বান ডাকিয়ে দেবে
কেউ যদি শস্যশ্যামলা সবুজ বাংলা
করার কথা বলে , অন্য কেউ
গোধুমের মতো সোনার বাংলা
আবার কেউ আকাশ ছোঁয়া চিমনির
আশ্বাস দেয় এবং কাস্তে ধানকাটার
জনতার উচ্ছ্বাস দেখে সবাই আশাবাদী
জনগণের মতস্থিরতা ভাসমান শ্যাওলার মতো
প্রবল জলস্রোতে কোন্ দিকে যায়
কেউ জানে না ; জনতা নিজেও জানে না ।