তুমি বললেই যে যেতে হবে
তার কোন মানে নেই
আর যেতে চাইলেই যে যাওয়া হবে
তার কোন ঠিক নেই
যাওয়া , আসা বা কিছু করা
তোমার বা আমার হাতে নেই কোন কিছু
তবু আমরা অকারণে ছুটি
অনিশ্চিতের পিছু ;
আমি চাইলেই তো যায় না যাওয়া
আমি চাইলেই যে যায় না পাওয়া
সব কিছুই নির্ভর করে মঞ্জুরের উপর
তবে আমাদের প্রয়াস থাক অবিরাম
আর থাক ভরসা
তাঁর মহিমায়
তাঁর করুণায় !