তুমি কি দেখেও দ্যাখ না
চন্দ্র সূর্য গ্রহের পরিক্রমণ
কিংবা দিবারাত্রির পরিবর্তন ---
গগনে সহসা পুঞ্জীভূত মেঘমালা
কীভাবে ঘটায় বারিবর্ষণ ---
ভূমিস্থ পর্বতশ্রেণি , তথায়
হিমানী আবৃত সুউচ্চ শৃঙ্গ
বিগলিত করুণার ঝরনাধারা
প্রবহমান নদীবক্ষে ।
দিগন্তবিস্তৃত বালুকা-উহিনী মাঝারে
শ্রান্ত পথিকের ক্লান্তি নিবারণ
ছায়াবৃত মরূদ্যানে ?
সহসা এক কম্পনে সমভূম জীবনের শ্রমণ ---
শতশত মানুষের হাহাকার
যখন জলধিবক্ষে সুনামির উল্লাসে
জলস্রোতে উপকূল ভাসে ।


তুমি কি দেখেও দ্যাখ না উষ্ট্রের গঠন
কিংবা পিপীলিকার বিচরণ
ঊর্ণনাভের লূতাতন্তু বয়নে সুকুমার শিল্প ;
কণ্টকময় গুল্মভক্ষণে তৃপ্ত
দীর্ঘগ্রীবা মূক জিরাফের রসনা ;
মধু আহরণে সতত নিরত কর্মঠ ভৃঙ্গ ;
পয়স্বিনী অজা অবি কিংবা গাভী
জোগায় পুষ্পরসবৎ দুগ্ধ-অমৃত ।
এ সকল নিদর্শ নহে কি যথেষ্ট
তোমার বৌদ্ধিক বিকাশে আদর্শ !