তুমি কীই বা দিলে
সেটা ভেবেছ কি
রইলে তো অনেকদিন
পেলে তো অনেককিছু
তোমাকে তো অক্সিজেন কিনতে হয়নি
বারো চোদ্দ ঘণ্টা আলো বিনামূল্যে পেয়েছ
ধরণী তো কার্পণ্য করেনি
বিনিময়ে কিছু তো দাও
অন্তত যেটুকু পার
দেওয়া আর নেওয়া
এটাই তো দস্তুর
তাহলে দ্বিধা কেন
সঙ্কোচের খোলস থেকে বেরিয়ে এসে
কিছু কর , কিছু করে দেখাও
পারলে নিজে
না পারলে অনুকরণ কর
ভালো কিছুর , মহৎ কিছুর
ইতিহাস মানুষ গড়ে না
মানুষই ইতিহাস গড়ে ।