তুমি অনেকটা আমার দেশের মতো
তোমার অবয়ব যেন আমার দেশ
আমার দেশের মতো খাঁটি সোনায় তৈরি ,
শস্য শ্যমলা উর্বরা ,ঘন কুন্তল বনাঞ্চল ,
সংরক্ষিত অভয়ারণ্য , স্রোতস্বিনী সবই আছে
পাহাড় সদৃশ বক্ষদেশ , দুটি শৃঙ্গ
তোমাকে করে আকর্ষণীয়
তোমার অশ্রু ঝরে মৌসুমী বৃষ্টি হয়ে
তোমার হাসিতে মুক্তমালা ঝরে পড়ে
তোমার নাভি কস্তুরিমৃগসদৃশ
তোমার জঘন গাঙ্গেয় সমভূমির মতো উর্বর
তোমার দশনরাজিতে কুন্দফুলের শুভ্রতা
তোমার ক্ষীণকটী উপত্যকার ন্যায়
তোমার ওষ্ঠ তোমার অধর
শিউলির মতো শিশিরসিক্ত
পুষ্পবতী ফলবতী একটা বৃক্ষ
যার শিকড় মৃত্তিকাস্বরূপ আমার মনের গভীরে
ওহে আমার দেশ , আমি তোমায় ভালোবাসি ‌।