চোখ সরিয়ো না তুমি
ঠিক আমার চোখে রাখো চোখ
দ্যাখো কত লবণজল এখানে
ইচ্ছে হলে সাঁতার দিতে পার
সমবেদনার হাত বাড়াতে বলিনি
শুধু চোখ রাখো আমার চোখে
আলো-আঁধারির উৎসের দিকে দ্যাখো


ঠিক এইখানে হাত রাখো
আমার বুকের ঠিক বামদিকে
যার নীচে আছে রত্নের আকর
তোমার পদচিহ্ন অনুসরণ করে হাঁটো
হাঁটো একেবারে গভীরে
বস্তু থেকে প্রাণে , প্রাণ থেকে অভ্যন্তরে


নবপল্লবের মতো প্রসারিত হোক
তোমার চোখ , তোমার হাত
আবার জ্যোৎস্না ফুটুক আমার বারান্দায় ।