খেটেখুটে খাই
লজ্জা কিছু নাই
জোটে যদি কর্ম
খাটি , ঝরে ঘর্ম
যতটুকু পাই
কিছু রেখে খাই
পাতি না যে হাত
পাড়ি না তো পাত
হাসিমাখা মুখে
আছি আমি সুখে
ভাঙ্গাচোরা ঘরে
বৃষ্টি হলে পড়ে
বসে বসে কাটাই
ভাবি আমি থোড়াই
নেই কোন চিন্তা
তা ধিন তা ধিন তা
বলে রোগ বালাই
পালাই পালাই
ভালোথাকার মন্তর
হাসিমাখা অন্তর ।
অসুখ বিসুখ দূরে
পালায় দেখি উড়ে ।