প্রেম
তুমি তখন সবে ষোল পেরিয়ে
একাদশ দিয়েছ । তোমাকে দেখেছিলাম
একদিন কফি হাউসের এককোণে
তোমারই বয়সী আরও তিনজনে
ছিল তোমাকে ঘিরে সিফন চুড়িদারে ।
চোখে চোখ পড়েছিল কিংবা দেখেছিলে ফিরে
আর তখনই ওস্তাদ জাকিরের মরুঝড়ের
লহরী উঠেছিল বুকে ; সঙ্গতে ছিল
পণ্ডিত রবিশংকরের তনামনা --
আজ মধ্যচল্লিশেও সেই দ্বৈতসুরের
মূর্চ্ছনা শুনি বাতাসে কান পেতে ।
          ভালোবাসা
ভালোবাসা তো ফুচকা নয় যে
আলুসেদ্ধর সাথে তেঁতুলগোলা জল
মিশিয়ে খাবে ; ভালোবাসা ঠিক কাঠি-আইসক্রিমও
নয় তারিয়ে তারিয়ে চুষে চুষে খাওয়ার ;
ভালোবাসা হৃদয়-মার্কা রঙীন ফানুসও নয়
হাওয়ায় ভরে উড়িয়ে দেওয়ার ;
ভালোবাসা বিশ্বকর্মাপুজোর দিন
ওড়ানো কোন বর্গাকারের ঘুড়িও নয়
যে গোত্তা খেতে খেতে উপরে উঠবে
কিংবা মাঞ্জাদেওয়া সুতো ছেড়ে
কাটাকাটি খেলায় মাতবে ।
ভালোবাসা তো সাপলুডো কখনই নয়
যে সাপের মুখে পড়লে নামবে ।
ভালোবাসা এক মূল্যবান অনুভূতি
হৃদয়ে যার সম্যক উপলব্ধি ।