ভালোবাসার পাঠ নিই
                        জামাল ভড়
রক্তে  আছে নাকি লাল সাদা কণিকা
জানে তাহা রফিকা ও আমাদের মনিকা
তবু দেখি কেউ কেউ খেলে নিয়ে রক্ত
রক্তকে রঙ ভেবে হোলিখেলায় ভক্ত
রক্ত নিয়ে যখন এত রক্তারক্তি
বলো তো কিসে তোমার তদ্গত ভক্তি ?
জল বড় পাতলা রক্তের রঙ ঘন
সত্যি কি তাই নাকি , শুনিনি কখনো
আমি জানি রক্ত যে জীবনের উপাদান
সেটা যদি ঝরে যায় বাঁচে তবে কি প্রাণ ?
আসলে তো এটা নয় , যাচ্ছে মানুষ ভুলে
যা কিছু শিখেছিল ছোটবেলায় ইস্কুলে ।
কিংবা তারা এসব ইস্কুলে পড়েনি
আদর্শের আদলে নিজেদের গড়েনি
তাই দেখি ভায়ে ভায়ে করে হানাহানি
নারী পুরুষ বৃদ্ধ করে নাকো মানামানি
অথচ কেউ ফলায় ফসল রক্ত করিয়া জল
তাই খেয়ে বেঁচে থাকি আমরা মানুষের দল
সভ্যতার চাকা ঘোরে মানুষের ক্লান্তিহীন শ্রমে
সহজেই ভুলি তাহা নিমেষের ভ্রমে ।
জানতে তো কেউ চায় না কে ফসল ফলিয়েছে
কারা খেটেখুটে এই চাকা বানিয়েছে ?
জীবন বাঁচাতে যখন  রক্তের দরকার
কেউ কি শুধায় কভু এই রক্তটা কার ?
ধর্মের নামে আছে কত কী যে মতবাদ
তাতে কভু পালটায় খাদ্যের কোন স্বাদ !
তার চেয়ে  শিখে নিই  ভালোবাসার পাঠ নিই
মানুষকে ভালোবেসে নিজেকে বিলিয়ে দিই ।