ডাগর চোখের ডাগর মেয়ে
ইচ্ছামতির তীরে
তাকে দেখে মাঝিভায়া
নৌকা নিয়ে ভিড়ে ।
জল ভরো জল ভরো কন্যে
তোমার কলসখানি
মুখ তুলে চাও ওগো মেয়ে
কেনই অভিমানী ।
তোমার তরে এত দূরে
নাও ছুটিয়ে আসি
রূপসাগরে আমি কেন
দিনে রাতে ভাসি ।


গাঁয়ের মাঝি মস্ত পাজি
ভাবছো কী যে আমায়
গায়ে পড়ে বাসলে ভালো
ভালোবাসি তোমায় ?
তোমার নাওটি ছোট্ট তরী
উঠলে যদি ডুবি
এই ভাবনা আমায় ভাবায়
ভাবছি আমি খুবই !
কোথায় তোমার বাড়ি ওগো
জমিজমা কেমন
বললে ভেবে দেখতে পারি
মত যে আমার এমন ।


বাড়ি আমার ভাঙনখালি
ক্যানিং কাছের শহর
জমি বিশেষ নেই যে আমার
আছে নাওয়ের বহর ।
নদী নদী ঘুরি আমি
মৎস্য ধরি সুখে
যা পাই তা দিয়ে দেখো
থাকবো মোরা সুখে ।
তোমার অত চিন্তা কিসের
আমি যখন আছি
দুজনেতে ভালোবেসে
না হয় মোরা বাঁচি ।