'আড্রিয়াটিকের রানি' তোমার এত রূপ
তোমার নাম কী গো -- সেরেনিসিমা না লা ডোমিনেট
কত বছর ধরে তোমার যৌবন সমুদ্রের জোয়ারের মতো
তোমার যৌবনে হাবুডুবু খায় , গলাজলে ভেসে থাকে
এখনো ভেনিসের লোকজন তোমাকে ভালোবেসে
বাইজানটাইন থেকে অটোম্যান তোমাকে নিয়ে
কত সম্রাট কত সুলতান মেতেছে মনের আনন্দে
ডোজ জিয়ানি তোমাকে রাখতে প্রাসাদ গড়ে
অটোম্যান তো তোমার কাছে ঘেঁষতে পারেনি
সাইপ্রাসকে নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ।


ভেনিস তোমাকে দেখে আমিও বিমোহিত হয়ে পড়ি
যখন নৌকায় ভেসে মুরানো থেকে বুরানো
বুরানো থেকে মুরানো , মুরানো থেকে টরসেলো যাই
সকালে সমুদ্রের সোনালি জলে ডুব দিয়ে সূর্যটা ওঠে
আকাশের নীলিমা সমুদ্রের জলে নীলিমায় নীল
ডলফিনের উঁকি , গাঙচিলের অবাধ বিচরণ
সান জানিপোলো গির্জার গম্বুজে দুটি পায়রার চুম্বন
টরসেলো দ্বীপে পার্সিমন গাছে ফল ধরেছে যুবতীর স্তনের মতো
কোন বাড়িতে ঝুলন্ত ব্যালকনিতে ফুলের উপরে বিচরণ
আর একটা নারী আমার দিকে হাতনাড়ানো ।


দ্বীপে দ্বীপে মেস্ত্রে থেকে মারঘেরা যেন শরীরের বিভিন্ন অঙ্গ
কপোল কেশ নিতম্ব রম্ভোরু , চোরাচোখে আমার চাহনি
তুমি কি জানো ভেনিস কত লোক কেবল তোমাকে দেখতে আসে
পোভেগলিয়া দ্বীপের নির্জনে এক যুবক এক সুন্দরীর কোলে মাথা রেখে শুয়ে
প্রেয়সীর লাউডগার মতো অঙ্গুলিসঞ্চারন প্রেমিকের চুলে
মুরানো দ্বীপে গ্লাস ফ্যাক্টরির সামনের পুষ্পবাগিচায়
ফুলের হাসি , ভ্রমরের গুঞ্জন , পাখির কাকলি
ফাঁকা নির্জন সমুদ্রে কোন ছিপুড়ে নৌকায় বসে ছিপ ফেলে
এসব দেখতে দেখতে কখন যে সূর্যটা সাগরে জলে ডুব দিয়ে
তোমার কেশের মতো ঘনকৃষ্ণ আঁধার ছড়িয়ে দেয় !