আমাদের দেশে আছে কত শত গাছপালা
ঔষধি গুণে জুড়ায় রোগ ব্যথা পেটজ্বালা
রস ফুটিয়ে বাসক পাতার  , জলে মিশিয়ে খাবে
ফুসফুসের রোগ যাবে , ঠাণ্ডায় কাশি যাবে ।
কেশরাজের পাতা বেটে লাগালে চুল বাড়ে
এই গাছ মেলে নাকি ছোট বন ও বাদাড়ে ।
তুলসি পাতার রস খেয়ে সর্দি কাশি সারায়
ফর্সা হতে লোকে হলুদবাটা গায়ে লাগায় ।
গোলমরিচ আর আদা খায় গলা খুসখুসে ভোগে
অর্জুন গাছের ছাল যারা হৃদয়জনিত রোগে ।
চুলের টনিক , চুলের খুসকি ছাড়াও সারে কোষ্ঠকাঠিন্য
আমলকীর জুড়ি নেই তাই সেটা অনন্য ।
ঘৃতকুমারী বা এলোভেরা গাছ কে না জানে তারে
জীবাণুনাশক করে কিংবা ত্বকের সমস্যা সারে !
থানকুনি পাতার রসে কত কী যে উপকার
বদ হজম অম্বল ছাড়াও রোগ সারে আমাশার ।
রক্তে চিনি বাড়া ? দিন দিন যাও নাকি বুড়িয়ে ?
মেথিভেজা জল খান ! সব কিছু দেবে তবে গুড়িয়ে ।
সর্দি বসে গেলে , ঘনঘন জ্বর হলে লোকে খায় আমরুল
এই শাকের এত গুণ , নেই তাতে কোন ভুল ।
কৃমিনাশে , বায়ুনাশে কিংবা খোসপাঁচড়ায়
স্বর্ণলতার রস খেলে অবিলম্বে রোগ সারায় ।
আরো কত গাছ আছে সব কি তা জানি আজ ?
জানে শুধু হেকিমে , আর জানে কবিরাজ ।