ছোট্ট নদী এঁকেবেঁকে চলছে গাঁয়ের পাশে
বিদ্যাধরী নামে তাকে সবাই ভালোবাসে
সরস্বতীর আশীর্বাদে নামটি পেলে বুঝি
সে কথাটাই শুধাই আমি তোমায় সোজাসুজি;
তোমার তীরেই সবুজ গাঁয়ে গাছগাছালি ভরা
তোমার পারেই দূরে দূরে গাঁওগুলি দেয় ধরা ;
রাস্তা গাঁয়ের তোমার বুকেই বাহন তাদের নায়
সবজিভরা নাওটি নিয়ে এপার-ওপার যায় ;
মাছের বাজার ধানের আড়ত তোমার পাশেই হাটে
বিচলিবোঝাই নাওগুলি সব বাঁধা তোমার ঘাটে
ফাল্গুনের ওই প্রথম দিকে তোমার পাশে মেলা
পিরের মাজার ফুলের বাজার ভক্তি ভরে খেলা;
জোয়ার ভাটায় বাড়ে কমে তোমার বুকে জল
ভরাকোটাল মরাকোটাল দু'পাড়ে টলমল
বিদ্যাবতী সরস্বতী বিদ্যাধরী মোর
তোমার আমি আমার তুমি চিরজনমভর ।