উৎসবে পরবে সাজি কত গরবে
কেউ খুশি নীরবে কেউ বুঝি সরবে  ।
পুজো ঈদ  ছাড়া আরো কত পার্বন
লোকজন চনমন ভাসে তনু মন ।
বইমেলা বাউলমেলা , আছে রথের মেলা
সকালে গিয়ে সেথা ফেরে সাঁঝবেলা ।
সারাদিন হৈচৈ হুল্লোড় কোলাহল
সাজুগুজু পোশাকে মানুষের সেথা ঢল ।
এত সব উৎসবের পরে এক পার্বন
তোষামদে খোশামদে ভরে না কার মন !
ভোট নামে উৎসব সবচেয়ে জাঁকালো
আগে থেকেই মিছিলে মিটিংয়ে কান পচালো !
কত শত আশ্বাস বড় বড় বুকনি
মিটিংয়ে গিয়ে খাবে রুটি আলু ঘুগনি ।
পাঁচ বছর অন্তর আসে এই উৎসব
গাড়ি করে নিয়ে যায় আশা করে জনমন ।
জনগণের মনবোঝা অত সোজা নয় ভাই
ফলাফল কী যে হবে দিন এলে বুঝি তাই !