ভূত ভূত ভূতান্ত , ভূতের নেই অন্ত
মারা গিয়ে ভূত হলো কত প্রাণবন্ত
কত রকম ভূতপেত্নী আছে দুনিয়ায়
ভূতের ভয়ে তাই কারো কারো প্রাণ যায়
লম্বাভূতের লিকলিকে পা সরু লম্বা কাঠি
ভূতুড়ে সব কাণ্ড ঘটে কোন কোন বাটি ।
অপঘাতে মরণ হলে ভূত হয়ে যায় নাকি
সাদা কাপড় পরে ওরা , পরেনা লাল খাকি ।
পেঁচা পেঁচি ভূত থাকে জোড় বেঁধে , একা নয়
মামদো ভূতের নাম শুনে ছোটদের ভয় হয় ।
মাথা নেই যে ভূতের লোকে বলে কন্ধকাটা
বাঁশঝাড়ের ভূত হলে স্বর শোনায় বাঁশফাটা ।
ভূতেদের আলো দেখে লোকে বলে আলেয়া
গেছোভূতের কাজ হলো গাছে তুলে নেওয়া ।
বামনভূত ছোটখাটো লম্বায় দুই ফুট
ব্রহ্মদত্যি ভূত দেখে লোকে বলে দে ছুট ।
সবচেয়ে ডেঞ্জারাস প্রেত্নী বা মেয়ে ভূত
সারাদেশে ভূত আছে লক্ষ বা নিযুত ।
শাঁকচূর্ণী ভূতে ধরে বড়লোকের পত্নীকে
মেছোভূত দেখা যায় খালবিলের চারদিকে ।
চোর মরে ভূত হলে হয় চোরাচুন্নি
তাই দেখে ভয়ে মরে কত শত গিন্নি ।
নিশিভূত দেখা দেয় মানুষের রূপেতে
দেওভূত ডুবিয়ে মারে রদে বা পুকুরেতে ।
ভূত নিয়ে কত কথা শোনা যায় লোকমুখে
ভূত কিছু করে না যদি সাহস থাকে বুকে