ক্লান্তির ঘোরে বদলানো হাওয়ার
নতুন পথে চলা।
হাজার ভ্রূকুটি ঠেলে পথ শেষে
আবারও জন্ম নেয় করুণ শূন্যতা।


নিম্নগামী অক্লান্ত চোখের জল
গড়িয়ে গিয়ে মুখোমুখি হয় ফসিলের।
স্বপ্ন-মাখা আঁধারে জেগে ওঠে
হারিয়ে যাওয়া কতো না গল্পকথা।


জমা মেঘে আবার ঝড়ের অপেক্ষা
চশমার নিঃস্পৃহ ঘোলা কাঁচে
আবারও হয়তো বন্দী হবে
ভালোবাসার বে-রঙা কোনো জলছবি।


-------------------------------------
~জবা চৌধুরী