উথাল-মনে বালিয়াড়ি ঝড়
বালুতে সাজানো মরীচিকা ।
আকাশ ভাঙে, সাগর মিলায়
জীবন জুড়ে বিভীষিকা ।


মনজুড়ে আজ স্বপ্ন- মিছিল
পথ চলে নিয়ে বাইপাস ।
জীব-শ্ৰেষ্ঠের মাথা নুয়ে দিলো  
অহংকারী ক্ষুদে ভাইরাস ।


কোরোনা এলো দস্যুর সাজে
বিশ্বে ছড়িয়ে প্রলয় তার ।
কাকে নিতে এলো, সব অজানা
যার নামে হবে পাল্লা ভার ।


মৃত্যুর ডাক পৃথিবী-জুড়ে
ঠিকানায় নেই আপন-পর ।
ভেদাভেদে গড়া দূরত্ব আজ
সীমানা শুধুই নিজের ঘর ।


আবিরে ছোঁয়নি বসন্ত আকাশ
ভীত নিরাশারা ক্লান্ত, স্তব্ধ ।
খুশির মুখেরা মুখোশে ঢাকা
আজ দুঃখেরা মুক, জব্দ ।
~~~~~~~~~~~~~~~
কপিরাইট ©জবা চৌধুরী