ধুলোমাখা পথ সেই ছিল ভালো,
মন চায় আজ ফিরে পেতে
আষাঢ় ভাসালো সব পথ আজ
পথহারা চায় ঘরে যেতে।


বানভাসি জলে জীবন ব্যাকুল,
বাঁচার ভরসা তাই আশায় ।
ক্ষিধের জ্বালার দু'মুঠো অন্ন,
ছবি একই হয় সব ভাষায়।


অসহায় দেহে বোবাচোখ খোঁজে
মায়ের হাতটি মাথার 'পর ।
আদরের ঘ্রান ভরে তোলে প্র্রাণ
শান্তির নীড় আপন-ঘর।


হাতে নিয়ে জান এই দুর্যোগে
মাতে প্রাণ বাঁচবার খেলায়।
মানুষের পাশে মানুষ দাঁড়াক
নিঠুর-কঠোর এই অবেলায়।  
~~~~~~~~~~~~~~~~~~~