জানালাটা খোলাই থাকে-- ভেতরটা অন্ধকার, বাইরেটা আলো
বোতাম-খোলা আকাশের কতোনা রঙের সোপান
ওঠা-নামা করেই এক জীবন হেসে খেলে কেটে যায়
তবু অন্ধকারেই লুকিয়ে বেড়ায় মনের নির্বাণ।


সৌর মণ্ডলে পৃথিবীর ঘোরা -- গ্লানি বা সাফল্য
মুঠোয় ধরা সীমিত দিনের শ্বাস
জড়িয়ে, ছড়িয়ে নকশি কাঁথায় নিজেকে
চেনা-অচেনায় মৃত্যুর পরবাস।


অনেকটা পথ তখনও ছিল বাকি
কুয়াশায় ঢাকা ফসিলের নানা গল্প
পায়ে পায়ে চলে একাকিত্ব দাঁড়ায় ফায়ারপ্লেসের মুখোমুখি
বেচা-কেনার হাটে আজব মন নিয়ে দরাদরি ।


লেলিহান আলোয় অস্পষ্ট তোমায় দেখা
বিচিত্র সাজে সজ্জিত তুমি দরবেশ
জ্ঞানের আলোয় আঁধার কাটুক মনের
যজ্ঞ শেষে সুশোভিত থাকুক পাঠশালা।


জানালাটা খোলাই থাক ---ভেতরে আজও অন্ধকার !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


Copyright ©জবা চৌধুরী