অভিমান করা আমায় সাজে না ---
বুকজুড়ে ভরা ভাঙচুর,
এলে কি না, গেলে --কী বা যায় আসে
প্রেম-ভালোবাসা থাক দূর ।


ভোর সেজেছিলো মেঘলা চাদরে
পাশেতে দাঁড়িয়ে আমি,
সোনালী রোদের অনামী বিরহ
কৌলিন্যের দামে দামি ।


দিগন্ত- পারের স্বপ্নেরা রঙিন
বর্ণিল আবেগে আঁকা,
একাকিত্ব আমার হারানো ছন্দের
নির্ভীক রাতের রাকা ।


'তুমিই সব'-- বলিনি কখনও
ফেরারি মনের মান,  
হারাক, ফেরাক, অকুলে মেলাক  
অভিমানী পিছুটান ।
============
©জবা চৌধুরী