অন্য কৃষ্ণকলি
********
জবা চৌধুরী


কৃষ্ণকলি দেখেনি সেই চোখ
তার চোখেতে চোখ পড়েছে কার।
সবুজ ঘাসে চপল পায়ের পাতা
দাগ রেখেছে কোমল মনে যার।


কালো মেয়ে সবাই ডাকে যারে
তার মনেতে পিছিয়ে পড়ার ভয়।
ভালোবেসে ডাকলে কাছে কেউ
মন মানে না নির্ভয়ে সেই জয়।


যুগ পেরোনো অনেক পথের শেষে
কার ডাকতে উদাস হলো মন।
বেণীর বাঁধন এলিয়ে পড়ে পিঠে
ঘনায় চোখে মধুর বৃন্দাবন।


সিঁদুর মেঘে দেবতার অঞ্জলি
মগ্ন প্রাণের প্রেম-আরতির ছলে।
নাম না জানা সে এক কৃষ্ণকলি
মায়া হরিণচোখে প্রাণের কথা বলে।
====================