"যন্ত্র দিয়েছে বেগ, কবিতা আবেগ" l
যন্ত্র প্রয়োজন
কারণ, মানুষ বাঁচতে চায়, এগুতে চায় l
আর কবিতাও দরকার
কারণ, মানুষ ভাবতে চায়
নিজের মধ্যে প্রবেশ করতে চায় l


বাইরে যখন পৃথিবী জুড়ে কর্মযজ্ঞ চলছে
কোটি কোটি মানুষ জীবনধারণের জন্য
যে কোনো কাজ - ছোট কিংবা বড়ো
ভালো কিংবা খারাপ
সোজা কথায় - সংসার প্রতিপালনের জন্য একটা রোজগার দরকার
দিনভর মানুষ লেগে রযেছে তার আয়োজনে l


তারপর একসময় তো তাকে ঘরে ফিরতে হয় !
সারাটা দিনের ক্লান্তি ঝেড়ে ফেলে
শরীর ধারণের জন্য যা যা প্রয়োজন
সব করবে সে, সযত্নে
আপনজনের পরিচর্যায় l


সবশেষে তাকে ফিরতে হয় তার নিজের কাছে
- কবিতায় l