পার্থক্য থাকবে অর্থের বোধে, এবং তার মান্যতা থাকবে,
তবেই কবিতা লেখার মজা l লেখা হলো কিছু ভাববাহী,
কবির কাছে অর্থ একরকম, পাঠক অন্য অর্থ করল তার,
করলই বা, এই অর্থ করার মানে হলো,
তাদের কবিতার বোধ ভিন্ন l এজন্যই কবিতা অনন্য l
কবিতায় ভাবের অর্থ প্রকাশে আড়াল এর সুযোগ থাকে l
গদ্যের উঠানটা সোজা-সাপটা, বেড়া নেই, একটাই অর্থ,
মন খুলে, শব্দ খেলিয়ে মনের ঝাল মেটার সুযোগ কম l
কবিতার পরিসর বড়ো, মনের সুখ হল, আগুন শব্দে
আবার আড়াল নিয়ে নিজেকে বেশ সাধু রাখা গেল l