করোনা মেরেছে লোক আর মানবতা
করোনা কারণে দেখি এই পাশবতা l
যক্ষ্মা রোগের ফলে মারা যান তিনি
তাঁর দেহ বইবার লোক নেই শুনি l
করোনার ভয়ে সব নিজ নিজ ঘরে
সোস্যাল দূরত্ব তারা এইভাবে গড়ে l
চার মেয়ে কাঁধ দেয় ক্রন্দনরতা
করোনা করোনা দেয় এই কঠোরতা l
চায়ের দোকান তাঁর কঠোর জীবন
চারখানা কন্যার ভরণপোষণ l
অভাব দারিদ্র্য আর অপুষ্টি জাত
যক্ষ্মা রোগের কোলে হন তিনি গত l
নয় কোনো ছোঁয়াদোষ এই মৃতদেহে
তবুও তবুও কেউ আসে না সে গৃহে l
চার মেয়ে কাঁধ দিয়ে বয়ে নিয়ে যায়
মানব সভ্যতা যেন আজ মৃতপ্রায় l


##
করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কের কারনে যক্ষ্মা
রোগে মৃত ব্যক্তির সরকারের জন্য মানুষ এগিয়ে না আসার দুঃখজনক ঘটনাকে স্মরণ করে