ভাবছি লিখবো জবর ছড়া লেখার খাতা জুড়ে
আজগুবি সব জন্তুগুলো গাইবে মধুর সুরে l
সে গান শুনে চমকে যাবে দেশের যতো গাইয়ে
গাইতে গিয়ে থমকে যাবে বলবে - য়াহাঁ আইয়ে l


গাইবে এবং নাচবে তারা নাচবে কদমতলায়
চাঁদ উঠবে ফুল ফুটবে এমন মধুর বেলায় l
এদের নিয়ে লিখবো ছড়া লিখবো আরো কতো  
খোকাখুকু সকাল বিকাল পড়বে অবিরত l


ভাবছি লিখবো ছড়া কতো লেখার সময় তাধিন ধিন
কাগজ খুলে লেখার পাতায় পড়ছে যেন শীতের হিম l
একটা ছড়া লিখবো বলে কাজ করি নি সারা দিন
দিনের শেষে শূন্য খাতা খাতায় শুধু ঘোড়ার ডিম l


ঘোড়ার ডিমে তা দিয়েছি ফলবে ছড়া ফলবেই
না ফললে এই প্রচেষ্টা চলতে থাকবে চলবেই
চলতে চলতে পৌঁছে যাবো ছড়ার দেশে সাঁঝবেলায়
ছড়ার দেশে অনেক ছড়া দিব্যি কেমন মন ভোলায় l