নিজ অধিকার লড়ে নিতে
পথের শরণ নিচ্ছে তারা
দিনে মাথায় রৌদ্র তাদের
রাত গভীরে জ্বলছে তারা ।
ঝড় ও জলে ভিজছে ওরা
ভিজছে তবু থামছে না
হিমালয়ের বরফ যেন
ঘামছে কিন্তু গলছে না ।
খাদ্য পেয় ছেড়ে দিয়ে
নিজ অধিকার হাতে পেতে
অনশনে বসলো ওরা
বসলো আরো ওদের সাথে l
স্নায়ুর লড়াই চললো কিছু
প্রশাসন ও ওদের সাথে
সমর্থন ও বিরোধিতার
চোরাবালির উষ্ণ স্রোতে l
কথাকলির কূটকাচালি
উড়ে এসে বিঁধলো কতো
অনশনের অসুস্থতা
তবু ভাঙে নি সে লড়াই ব্রত l


জিতলো ওরা জিতলো শেষে
পেলো কিছু চাইলো যেই
ন্যায্য দাবির আন্দোলনে
দেরি হলেও আঁধার নেই  l