দিবস পালন রীতি একটা আছে দেখি বেশ
বহু বহু কারণে তা পালন করে দেশ l
প্রকৃতিতে কতো কিছু যার কাছে ঋণী
মানুষ বা অন্য কিছু যেন প্রতিদিনই
পেশা যতো মানুষজনের সেটা নিয়ে দিবস
পালন করে বছর জুড়ে মানবজাতি বিবশ l
একটা তারিখ বেছে নিয়ে দিবস পালন করে
কিন্তু সেটা এমনি হয় না ভিত্তি কিছু ধরে l
কিছু একটা কারণ থাকে দেখি পরিষ্কার
মান্যগণ্য বিখ্যাত কেউ প্রাপ্তি পুরষ্কার l


দেশের প্রথম রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্রপ্রসাদ
পেশায় এডভোকেট, ডক্টরেট, মানুষ নিখাদ
তাঁর জন্মদিনে করি এডভোকেট দিবস পালন
তেসরা ডিসেম্বর প্রতি বছর এই রীতির যাপন l
আবার দেখি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি রাধাকৃষ্ণানে
পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস, তাঁর জন্মদিনে l
পয়লা জুলাই ডাক্তার দিবস বিধান রায়ের নামে
স্বাধীন দেশের প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ ধামে l
আঠাশে ফেব্রুয়ারি বিজ্ঞানদিবস রমণ ইফেক্ট এর জন্য
যে কারণে ১৯৩০ সালে নোবেল, সি ভি রমণ ধন্য l
শ্রমিক দিবস ১লা মে বিশ্ব জুড়ে চলে
আটঘন্টা কাজের দাবি - এই দাবি তুলে l


মানবজাতির দিবস পালন অনেক শপথ নেবার
নতুন করে প্রতিবারে স্মৃতি ফিরে পাবার l
এডভোকেট দিবসে আজ এই প্রার্থনা করি
অন্যায় নয় সবাই যেন ন্যায়ের পথে লড়ি l
অপরাধীর শাস্তি আর নিরপরাধের মুক্তি
এই হোক ব্রত সবার প্রমাণ এবং যুক্তি l
আইনের শপথ নিয়ে আইনের পথ ধরি
আইন শেষ কথা বলুক, নয় আইন ভঙ্গকারী l