আগুন নিয়ে খেলে যারা তারা কি আর জানে
কারা পুড়ে এই আগুনে এই খেলার কি মানে ?
যখন তখন একটা কিছু ইস্যু পেলেই হলো
দেশটা জুড়ে আগুনখেলা শুরু করে হুলো l
এই আগুনে পোড়ে মানুষ ভাঙে জীবনযাপন
শিশু হারায় পিতামাতা মানুষ হারায় আপন l
স্বাধীন দেশে প্রতিবাদের অনেক রাস্তা খোলা
সে সব রাস্তা ছেড়ে দিয়ে কেবল জলকে ঘোলা l
উগ্রবাদী সকল পক্ষে আছে ঘাপটি মেরে
শান্ত দেশে আগুন নিয়ে খেলে ওঠে বেড়ে l
এই এখানে বিস্ফোরণে ঐ ওখানে গুলি
লড়ছে যেন ভায়ে ভায়ে চোখে পরে ঠুলি l
জনজীবন বিপর্যস্ত বন্ধ স্কুল ও বাজার
প্রশাসনও পক্ষপাতী কাজ করে না রাজার l
রাজা হবেন সমদর্শী দল ও মতের ওপর
সকল মানুষ সমতুল্য, ভেদ কেন এর ভেতর ?
যে হারালো নিজের পিতা এমন বিপর্যয়ে
ক্ষতিপূরণ কে দিবে তার, কখন কেমন জয়ে ?
দেশের মাতা কাঁদে এখন দেখে ছেলের লড়াই
খুনপিপাসু এক অপরের নিয়ে জাতের বড়াই l
জাতের নয় গো ভাতের লড়াই অনেক বেশি দামী
ভালোবাসা স্নেহের পরশ হোক তা সর্বগামী l