যখন পড়ে নিজের ঘাড়ে তখন পাই গো টের
পরের বেলায় টেরটা পেয়েও ভড়ং করি ঢের l
এতো এতো আন্দোলনে চোখটা বুজে থাকি
ইচ্ছেমতো খবর সাজাই দেখাই কাজের ফাঁকি l
খবর সাজাই নিজের মতো প্রভুর ভজন করি
থাকবে কিনা, বাদ যাবে কি ? নিক্তি ওজন করি l
অনেক খবর বাদ দিয়েছি রঙ দিয়েছি কোথাও
পাতা জুড়ে বিজ্ঞাপনে লক্ষ কোটি গোটাও l
বন্দনা আর ভজনাতে সত্য গেছে দূরে
দুই মিডিয়ায় ব্যবসা করি আপন সুমন সুরে l


মন দিয়েছি প্রাণ দিয়েছি মান দিয়েছি যাদের
তারাই এসে মাথা ফাটায় দুঃখ জানাই কাদের?
আপন পরটা চিনলি না রে আত্মঘাতী হানিস?
বরের ঘরের পিসি আমি কনের মাসি জানিস l
বাঁশের লাঠি খেয়ে যখন ভাঙলো আমার মাথা
সব আনন্দ গেলো উড়ে এ কি  হলো যা তা !
তখন যদি ভড়ং করে সত্যি নিতাম মেনে
আজ তাহলে মাথা বাঁচে সেনা আসতো নেমে l
অসত্যেরই সাথ দিয়েছি পাপ করেছি কতো
জানি না কি আছে শেষে মিলবে কতো ক্ষত l