রাত জেগে আছে গোটা রাত l
শিফট ডিউটি সেরে
এক পৃথিবী যখন বিছানায়
আর এক জগতে কর্মযজ্ঞ শুরু l


এখানে আলোর সাত রঙ রোশনাই l
চেনা পৃথিবীর মায়াবী ভুবন
সৃষ্টির ধারাবাহিক খেলা
রাতে জন্ম, দিনে তার পথ চলা l


রাতের ধরণী বিরল গৃহিণী ভিন্ন তার শব্দ
সময় চলে পথে, কলে উৎপাদিত নানা দ্রব্য l
মানুষের কত রূপ - কাজ, লুঠতরাজ
প্রহরবিরামহীন নিশিডাক, শীতল সাজ l
সাময়িক মায়া-বাসর, দলিতের দীর্ঘশ্বাস
পলকের ঝিমুনি, পিঠসোজা, হাহুতাশ l


নিঃশব্দ শব্দবিরাম ও আলোবদল সকাল l