স্বত্ব রজঃ তম
তিন গুণে জগতের সৃজন
ঈশ্বর স্বয়ং এই জগতে
এবং তার বাহির দেশে বিরাজমান
ঈশ্বর এবং তাঁর শক্তি
যেমন আগুন এবং তার দহনশক্তি
সৃষ্টি স্থিতি প্রলয় কাজে
সেই শক্তির প্রকাশ
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর
এক সত্তার তিন বিকাশ


দেবী চন্ডীকা সচেতন চিন্ময়ী
তিনি নিত্যা
স্বত্বগুণে সরস্বতী ব্রহ্মার গৃহিনী
রজঃ গুণে লক্ষ্মী বিষ্ণুর পত্নী
তমোগুণে পার্বতী শিবের স্ত্রী
এক জগন্মাত্রিকা শক্তির ত্রিবিধ রূপ


আর ত্রিগুণাতীত তুরীয় অবস্থায়
অনির্বচনীয়া


পুরুষ ঈশ্বর
নারী তার শক্তি
শিব নিস্ক্রিয় নিশ্চেষ্ট
তার বুকের ওপর নৃত্যরতা কালী
শিবের ক্রিয়াত্মিকা শক্তি


তার আলোকবর্তিকা......