আম তার বড়ো প্রিয় আমতার কন্যা
চাল ভেঙে ঘরে ঢোকে চালতার বন্যা ।
বিয়েবাড়ি ভোজ খায় বি. এ. পাশ ছেলেটা
মাছ ধরে জাল ফেলে ও পাড়ার জেলেটা ।
মার কাছে মার খায় আর খায় বকুনি
দাবা খেলে দিন রাত তার মামা শকুনি ।


অতি প্রিয় গান তার রবীন্দ্র সঙ্গীত
জানে এটা ভালো করে কিসে ক্ষতি কিসে হিত ।
সক্কালে ঘুম থেকে ওঠে তার ভাগনা
এইখানে গোল কেন ওইদিকে ভাগ না ।
জামদানি শাড়ি পড়ে জাম খায় মেয়েটি তার
কচুবনে কচু নাই শাক পাতা এন্তার ।
চুপ করে কথা শোনে মুখে তার রা টি নেই
থালা ফেলে রোজদিন খায় খানা বাটিতেই ।