রঙ্গিন যুগে সব কিছু দেখি তো বেশ ভালো
এখন কি আর সহ্য হয় পুরনো সাদা-কালো ?


গ্রামের মধ্যে বায়োস্কোপে স্থির চিত্র দেখে
কি মজাটা পেয়েছিলাম ফুটোয় চোখ রেখে l
যতো স্থান দুনিয়া জুড়ে বিখ্যাত সব ছিলো
নায়ক নায়িকা দেব দেবী সব সাদা-কালো l
চোখের সামনে উঠত ফুটে ফিল্ম পর পর
ডুগডুগিটা বাজত হাতে বুক ধড়পড় l
তথ্যচিত্র গভর্নমেণ্টের আসত গ্রামের মাঠে
গ্রাম ভেঙ্গে সব জুটত গিয়ে কাজকর্ম লাটে l
একটা যদি ঢুকত গাড়ি ধূলো উড়িয়ে পিছে
গ্রামের যতো চ্যাংড়া ছোকরা ছুটত শুধু মিছে
সর্বাঙ্গে ধূলো মেখে গাড়ির পিছু পিছু
জমিদার বাড়ি পৌঁছে যেত মিলে যদি কিছু l
গাড়ি ঘিরে জটলা করে সরজমিনে দেখে
যত তার যন্ত্রপাতি সাজ সরঞ্জাম শেখে l
কখনো আবার যাত্রাপালা আর বিষহরি গান
প্যান প্যানানি সুরে মাতে বুড়ো কি জোয়ান l
কীর্তন ছিল কতো রকম আর জলসা আসর
বছর বছর পুজোর রীতি জমজমাট বাসর l
মরত যদি গ্রামে কেউ কিংবা বাঁধত ঘর
ভোজের সেই আলোচনা চলত দিনভর l
হারিয়ে গেল হারিয়ে গেছে সোনার সেই দিন
হাডুডু আর মারবেল খেলা আর সাপুড়ের বিণ l  


সব ছিলো সাদা-কালো মন রঙ্গিনের কালে
মনটা এখন সাদা-কালো রঙ্গিন অন্তরালে l