পথ কি থাকে থমকে
যায় না কি তা চমকে
পাল্টে যাওয়া ধ্রুব শুধু এই ভুবনে
একই থাকা অসম্ভব তা সেই কারণে
যতোই মধুর যতোই প্রিয় বর্তমানে  
সময় সাথে অবশ্যই তা বহমানে  
রূপ ও যৌবন সময় স্রোতে ঐ ওপারে
নিত্য খেলা যুগে যুগে এ সংসারে ।
সময় সাথে তবু চলে মেনে নেয়া
সেটাই সুন্দর যা দেয় মনে ছোঁয়া ।


পুষ্পশাখে প্রস্ফুটিত দুইটি কলি
গুঞ্জরণে বিচ্ছুরণে হাস্যমুখে দুইটি অলি ।