আদুর গায়ে বাদুড় বনে দাদুর দুষ্টু নাতি
ছিঁড়ছে কুঁড়ি মুড়ছে পাতা ভাঙছে সিংহ হাতি l


বাদুড়বনে বাঁধছে বাসা চতুর শালিখ ডালে
খড়কুটো আর পাতা ঠুসে দারুণ শিল্পী চালে ।


সেই বাসাতে ছানাপুনো কিচির মিচির তানে  
খাদ্য খাবার নিয়ে আসে মায়ের স্নেহ প্রাণে ।


পাখির বাসা টের পেয়েছে দাদুর সেই যে নাতি
গাছে ওঠে এক লাফেতে দুষ্টুবুদ্ধি আঁটি ।


চতুর শালিখ টের পেয়ে যায় নাতির অসৎ মনে  
ঝড়ের বেগে আঘাত হানে ব্রহ্মতালু কোণে ।


ঠোকর খেয়ে হুঁসটা ফেরে দাদুর আদুর নাতির
"ও বাবারে জানটা গেলো"কেমন জামাই খাতির !


সুড়সুড়িয়ে দুষ্টু নাতি সোজা নিজের ঘরে
বাদুড়বনে দাদুর নাতি যায় না অতঃপরে l


** উত্তরবঙ্গের প্রগতি উৎসব সংখ্যা ২০১৯ এ প্রকাশিত, পৃষ্ঠা - ৪০