(কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের 'ছাড়পত্র' অনুসরণে)


যে ভোটার ভোটপত্র পেলো আজ প্রথমবার
তার মুখে খবর পেলুম
সে পেয়েছে ধমকপত্র এক,
কমিশনের দ্বারে তাই জমা করে অভিযোগ
তৎক্ষণাৎ সুতীব্র চিৎকারে।
"খর্বদেহ নিঃসহায়,
তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত,
উদ্ভাসিত কী এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়।
সে ভাষা বোঝে না কেউ,
কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার।"
এবিপি আনন্দ কিন্তু মনে মনে বুঝেছে সে ভাষা।
ভোটকর্মী পেয়েছে চিঠি আসন্ন নির্বাচনের  
কমিশনের পাঠানো শো কজ পত্র পড়ে
অস্পষ্ট ভয়ভরা চোখে।
এসেছে নতুন হুমকি, ছেড়ে দিতে হবে বেতন;
জীর্ণ কারাগারে ব্যর্থ, মৃত আর চোরেদের সাথে
চলে যেতে হবে ভোটকর্মীদের।
চলে যাবে- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে নির্বাচনের সরাবে জঞ্জাল,
এ দেশকে ভোটারের ভোটযোগ্য ক’রে যাবে সে
নবভোটারের কাছে এ তার দৃঢ় অঙ্গীকার।
অবশেষে সব কাজ সেরে
নিজের দেহের রক্তে নতুন ভোটারকে
করে যাবে আশীর্বাদ,
তারপর শুধু ইতিহাস l