কোন্ দেশেতে মন্ত্রী নেতা সকল দেশের চাইতে গরল?
পদে পদে চলার পথে ঘরে তোলে লাভের ফসল?
কোন্ দেশেতে সারদা নারদা টাকার ফসল ফোটে রে?
সে আমাদের বাংলা-দেশ, আমাদেরি বাংলা রে!
কোথায় বাজে চড়াম চড়াম ছেলে ঘরে ঘরে ঢোকে?
কোথায় পুলিশ টেবিল-তলে, সি.আই.ডি. কেস ঠোকে?
কোথায় ক্লাবে টাকার স্রোত কোথায় ডি এ যাচে রে?
সে আমাদের বাংলা-দেশ, আমাদেরি বাংলা রে!
কোথায় ভাষা গরম অতি পিলে চমকে বেরোয় প্ৰাণ?
কোথায় গেলে শুনতে পাব কৃষ্ণসুরে বাউল গান
হরিদাসের—হরিদাসীর টাকা কোথায় লুটে রে?
সে আমাদের বাংলা-দেশ, আমাদেরি বাংলা রে!