অঞ্জনা নাম তার ইটাহারে বাড়ি
বিয়ে হয়ে সেই মেয়ে দূরে দেয় পাড়ি ।
জল জল শুধু জল সাগরের পারে
ভারত বিশাল দেশ তার এক ধারে ।
কালাপানি নাম ছিলো কোনো এক কালে
অধীন ভারত দেশে ইংরেজ জালে ।
সেইখানে অঞ্জনা বসাক পদবী
স্বামীর চাকুরি তাই জমায় বসতি ।


ছোট থেকে বরাবর রূপ সচেতন
হাতেপায়ে চোখেমুখে নিয়েছে যতন ।
বাবা মা'র নয়নের মণি হয়ে থাকে
ভাই তার অনুপম মৌমাছি চাকে ।
দিনে দিনে দিনগুলো হয়ে যায় পার
বেঁচে থাক সুখে থাক ঘর সংসার ।