(প্রয়াত দুই বাঙলার প্রিয় লোকসঙ্গীতশিল্পী, দোহার ব্যান্ড দলের স্রষ্টা, গবেষক কালিকা প্রসাদ ভট্টাচার্য স্মরণে)


তুমি থাকতে বুঝিনি গানের সে অভাব
আজ মাটি গেছে আগুনের পারে
রাত্রির আকাশে তারাদের ভিড়ে
আমরা আর্ত, সব নিজ নিজ নীড়ে
আর কি স্পষ্ট, বচনে, তোমার স্বভাব !


কথা ছিলো, সুর ছিলো, গাঁয়ের গন্ধ ছিলো
দোহারের ব্যান্ডগানে আনন্দের ঢেউ
পর্দায় এমন উন্মাদনা দেখেনি কেউ
দোতারার সুরধ্বনি, আলখাল্লা, সেও
মুখে সদা অমলিন নিজস্বতার হাসি ছিলো l


বহু পুরনো গাছ, তার শাখা প্রশাখায় অলিধ্বনি
লোকসঙ্গীত, তার আনন্দ, ব্যথা
তাকে নতুন করে, বারবার দেখা
জীবনের ঢল, রঙ্গনৃত্য, কথকতা
ভাঙ্গা নীড়, শূন্য আসর, শোকবাসর, অভাব গণি l