বনজ জ্যোৎস্নায় সন্ততিরা শরীরের আগুনে সেঁকে নেয় চাঁদবেনে হরিণীর নাভি
মেঘমল্লার বৃষ্টি পাহাড়ের চিবুক স্পর্শ করে ছেড়ে দেয় চন্দনের ঘ্রাণ
নাভি চেরা কস্তুরি হরিণী ছিন্ন একাকী বনে
পাড়ায় মহল্লায় প্রতিবাদে প্রজ্জ্বলিত মোমবাতির শিখায়
গড়ে ওঠা স্বপ্ন ভেঙে যায়, ভেসে যায় দুঃস্বপ্নের তোড়
পুরুষপ্রভার আগুনে পুড়ে যায় সভ্যতার কামিজ
সভ্য পোশাকে সভ্যতা ছিঁড়ে খায় বাঁকা জ্যোৎস্নার সন্ততি
রাতপাখি পুড়ে যায় লালসার লেলিহান শিখায়
ভাসানের গান বেজে ওঠে কন্দরে কন্দরে
হলাহল বিষে ভেসে যায় সভ্যতার ঢাক l