শেষ কথা কে বলে বলো দেখি তোমরা
ভোটবলে জনগণ ? কামড়ায় ভোমরা l
ভোমরার কাজ কি, হিসেবটা করো, যাও  
সব তারা সামলায় এপার ওপারটাও l


শাসক তারাই গড়ে শাসকের সাথে থেকে
শুরু থেকে হুঙ্কার বোম গুলি লাঠি ঠুকে l
পরিবেশ তারা গড়ে বিরোধ কোথাও নয়
বিনা প্রতিরোধে আসে কতো আসনেতে জয় l


তবু যদি ভোট হয় তার বেলা গণিতে
একটু ফারাক আসে, ভোটাররা শনিতে l
সব ভোট এক পালে জয় যেন হাতে মোয়া
কতো কতো আসনেতে জামানত যায় খোয়া l


তাও যদি জিতে যায় বিরোধী কোথাও বা
দল বদলের নীতি সেটা তো আছেই না !
ছলে বলে কৌশলে জয়টা আসাই চায়
ভোমরার যুগে মাগো ভোমরার হার নাই l


আছে এক কমিশন বহু তার ওমিসন
ক্ষণে ক্ষণে পাল্টায় সূচনা
অধিকার রক্ষায় কতো যে সে কপচায়
পাহাড়ে মূষিক জোটে, ছুঁচো না l


সাংবিধানিক পদ কি যে তার দায়বোধ
একে একে মুখ ফেরে সকলের
শপথবাক্য পড়ে সব দায় দেয় ঝেড়ে
দেশ নয় থাকে শুধু স্বদলের l


তবু কিছু বড়ো মাথা বুদ্ধির কারবারী
কেশে হেঁকে শান দেন নিজেদের তরবারি
কতো কতো সুযোগের ঋণ সব শোধ করা
সুরতালে কথা চলে শাসকের ধামাধরা l