মেঘের স্বরে আকাশ বলে
আমার সঙ্গে কথা
সেই কথাতেই উঠলো জেগে
অলীক ব্যাকুলতা ।


জীবন থেকে গল্প নিয়ে
কল্পনাতে বেঁধে
মেঘের নামে দিই চালিয়ে
শব্দ দিয়ে রেঁধে ।


মন্দ আমি ভালো আমি
সব ভূমিকায় হাজির
বাদী আমি, বিবাদীও
বিচার করি কাজির ।


এক আমি যে সব ভূমিকায়
মেঘকে সাক্ষী মেনে
আকাশ আমি উদারমনা
কূট ও কৌশল জেনে ।