দুটো পাহাড় একসাথে চলছিল
বড়ো এবং ছোট
ওরা এটাই মানতো
বড়ো যেখানে যেতে বলে
ছোট যায়
বড়ো পরিকল্পনা করে
আর ছোট বড়োকে সঙ্গ দেয়
একদিন ছোট ইচ্ছেমতো নিজে ঘুরে এলো
বড়োর সে কি রাগ ছোটর ওপর !
একলা ঘুরে বেড়ায় বলে


এরপর ছোট কোথাও গেলে
বড়ো সঙ্গে যাবে কি না জিজ্ঞেস করে
সর্বনাশ, সেটা কি সম্ভব ?  
বড়ো যাবে ছোটর কথায় ছোটর সঙ্গে ?
ছোট তাই একাই ছোটে
বড়ো ক্রমে হিংস্র হয়ে ওঠে
সুযোগ পেলে ছোটকে অপমান করে
শাপান্ত করে রচনায়
প্ররোচনা ছাড়াই বিষের ফলা ছোটে


বড়োর অভিশাপ ছোটর ইচ্ছাশক্তি দেয় বাড়িয়ে
যেন অবরুদ্ধ জল বেগবান হয়ে ছুটছে
ছোট আরো বড়ো হয়
দুয়ের মধ্যে দূরত্ব বাড়ে
কিন্তু বড়ো ছোটর ব্যবধান মুছে যায়
488